ন্যাভিগেশন মেনু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


ফরিদপুরের ভাঙ্গায় দুরন্ত পরিবহন নামের একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপরেই উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এতে আহত হয় বাসের আরো ১৫ যাত্রী।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজলোর বগাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। নিহত ওই পুরুষের নাম আ.রশীদ(৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে। এখনো নিহত ২ নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো মাহাতাব উদ্দিন জানান, বেলা পৌনে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

তিনি বলেন, উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে ২ জনের ও ভিতর থেকে ১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সিবি/ওআ