ন্যাভিগেশন মেনু

ফরিদপুর পৌরসভা হবে নাগরিকসেবার আশ্রয়স্থল


ফরিদপুর পৌরসভা নাগরিকদের সেবার আশ্রয়স্থল হবে বলে জানালেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস।

রবিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর পৌরসভা চত্বরে ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবনির্বাচিত মেয়র বলেন, ফরিদপুর পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল। নাগরিকরা যেনো শান্তিপূর্ণভাবে পৌরসেবা পায় তা শতভাগ নিশ্চিত করা হবে। একই সাথে নাগরিকরা যেনো মেয়রের কাছে মন খুলে কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পায় সে ব্যাপারে আমার আন্তরিকতার কোনাে ত্রুটি থাকবে না।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌরসভার বিদায়ী মেয়র শেখ মাহাতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইডি মাসুদ, নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, কুদ্দুসুর রহমান, ও হেলেনা খানম। পৌরসভার নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব তানজিলুর রহমান ও জাহিদুর রহমান।

এসএমএম/এসএ/এডিবি