ন্যাভিগেশন মেনু

ফিফা র‌্যাংকিংয়ে ২ ধাপ পিছিয়ে ১৮৬তম বাংলাদেশ


বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে হেরে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে বর্তমান অবস্থান ১৮৬তম স্থানে বাংলাদেশে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে র‌্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করে ফিফা। সেখানে বাংলাদেশ পিছিয়েছে, তবে শীর্ষস্থানগুলোয় তেমন কোনো পরিবর্তন আসেনি।

র‌্যাংকিংয়ে বেলজিয়াম শীর্ষে আছে বরাবরের মতো। এরপর পর্যাক্রমে আছে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন।

এর আগেরবার একধাপ এগিয়েছিলো আর্জেন্টিনা। তালিকায় সপ্তম স্থানে আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ানরা।

সম্প্রতি ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিলো বাংলাদেশ। তবে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের গত ৪ ডিসেম্বর বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের কাছে ৫-০ গোলে হারে যাওয়াই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের।

এমআইআর/এডিবি