ন্যাভিগেশন মেনু

ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের গনসংযোগ


চট্টগ্রাম নগরে ২৫ নং রামপুর ওয়ার্ডে গনসংযোগ এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে নানা শ্রেণী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেন  ফুলকপি প্রতীকে মঙ্গলবার চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

রামপুর ওয়ার্ডে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী এলাকার সরকারী মুসলিম বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠ, নজির আহম্মদ চৌধুরী রোড, রূপসা বেকারী মোড়, বরফকল, বড় পুকুর পাড় রোড, হাছানশাহ মাজার, ফয়েজ কমিশনার বাড়ী, ফকির গলি মোড়, ধোপাপাড়া, নসু ফকিরের মাজার, হাজার দিঘী, হিন্দু পাড়া, নয়াবাজার, বিশ্বরোড মোড়, সবুজবাগ, খানবাড়ী, আনন্দধারা আবাসিক, এইচ ব্লক, এসি মসজিদ এলাকা ও জি ব্লকসহ ২০টি পথ সভায় বক্তব্য দেন।

গনসংযোগের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুচ সবুর লিটন স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমকে স্বাগত জানান।  পথসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজ্রু আলম এলাকাবাসীর দিন বদলে ফুলকপি প্রতীকে ভোট প্রাথনা করেন। 

তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করেই দেশকে সামনে এগুতে হবে। মানুষ গণতন্ত্রপ্রিয় নির্বাচন এলেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নিয়ে নির্বাচনকে উৎসবে পরিনত করে। আমার নির্বাচনী এলাকায় ফুলকপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এ জাগরন যথার্থ মূল্যায়নে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার আবারও অনুরোধ জানান। 

ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম বলেন, আমি সফল হলে আমার নির্বাচনী এলাকাকে উন্নয়নে মডেল এলাকায় পরিনত করবো। 

পথসভায় অন্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন  সর্দ্দার শামসুদ্দিন, আলী আজগর, ইউসুফ সর্দ্দার, মহিরুল ইসলাম আজাদ, মোহাম্মদ হারুন, সাখাওয়াত হোসেন, শেখ আহমদ, ফরিদ মেম্বার, মোহাম্মদ আরিফ উদ্দিন, লিটন, খায়রুল আলম, রফিক আহম্মদ ফরিদ মেম্বর, রফিক উদ্দিন, সুলতান আহম্মদ, আবদুর নুর, আবু সিদ্দিক, শাহ আলম, মজিবুর রহমান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ বসির আহম্মদ, সিরাজুল হক, দিদার আলম, মো: ইব্রাহীম, জাহেদ মুন্নাসহ অন্যরা। গণসংযোগে শত শত নাগরিক অংশগ্রহণ করে। পরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ১০ আসনের নানা শ্রেণী ও পেশার নাগরিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।