ন্যাভিগেশন মেনু

বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার


বগুড়ায় জেলা মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বে মারামারির ঘটনার জেরে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে পরিবহন ধর্মঘট পালন শুরু করে। পরে এ নিয়ে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সাথে এক বৈঠকের পর দুপুর ২টা থেকে জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। প্রত্যাহারের পর বিভিন্ন রুটের বাস চলাচল করছে।

অন্যদিকে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে কার্যালয় দখলে নিতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ-সাংবাদিক সহ ১৫ জন আহত হওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় ৫০০ জনকে আসামী করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল, জনদুর্ভোগ যেন না হয় সে সব বিষয়ের সঙ্গে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মালিক শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

এদিকে বগুড়া প্রেসক্লাবে বুধবার বেলা ১২টায় মঞ্জুরুল আলম মোহনের পক্ষে ফটিক অধিকারী সংবাদ সম্মেলনের আয়েজনে করে মোটর মালিক গ্রুপের নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।

সিবি/এডিবি