ন্যাভিগেশন মেনু

বগুড়ায় পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা


বগুড়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে ফোরকান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফুলতলা রাস্তায় হামলার শিকার হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফোরকান (৩৫) এলাকায় মাটি ও বালু ব্যবসা করতো। তিনি শহরের ফুলতলা পুকুরপাড় এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামী।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে আসছিল। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফোরকানের ভাই ফয়সাল আজকের বাংলাদেশ পোস্টকে জানান, পূর্ব বিরোধের জের ধরেই তার ভাইয়ের ওপর হামলা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, সোমবার বিকেলে ফুলতলা এলাকায় হামলায় ফোরকান গুরুতর আহত হয়। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা গেছে। এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

এএসবি/এসএ/এডিবি