ন্যাভিগেশন মেনু

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু


বগুড়ার পৃথক পৃথক স্থানে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) রাতে পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলো - শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮)।  শহরের কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আরী (৭০)। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

স্থানীয়রা জানায়, শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। এতে সুমন ও রমজান মারা যান।

অপরদিকে শহরের কালিতলা এলাকায় রবিবারে রাতে মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবীর আজকের বাংলাদেশপোস্টকে বলেন, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চালানো হচ্ছে।

অতরিক্তি পুলশি সুপার (সদর র্সাকলে) ফয়সাল মাহমুদ জানান, বগুড়ায় ৫ জনরে মৃত্যুর কারণ পুলিশ অনুসন্ধান করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএসবি/ওয়াই এ/ওআ