ন্যাভিগেশন মেনু

বগুড়ায় শতবিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি


ইতিহাসে স্থান করে নিচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রাম। এই গ্রামের নাম এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান অপেক্ষায়। কারণ এই গ্রামের কৃষিজমিকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে দুই প্রজাতির ধানের চাষের মাধ্যমে বঙ্গন্ধুর ছবি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে ১০৫ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র।

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে সহযোগিতা দিচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মালেন্দা গ্রামের কড়িতলা মাঠে শস্যচিত্রে বঙ্গবন্ধু কর্মসূচির উদ্বোধন করা হয়।

ধানের চারা রোপনের মাধ্যমে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ কর্মসূচির উদ্বোধন করেন শস্যচিত্রে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চারা থেকে হবে গাছ, ধান হবে, ধান পাঁকবে আর প্রতিটি ধাপেই তৈরি হবে জাতির পিতার একেক ধরনের পোট্রেট। ১০৫ বিঘা জমির ওপর নির্মিত ভিন্নরকম এই চিত্রকর্মের উদ্দেশ্য গিনেজ বুক রেকর্ড করা। ১৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে নতুন এই বিশ্বরেকর্ড অর্জন উদযাপন করা হবে বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্য অনুযায়ী সর্ববৃহৎ শস্যচিত্র ২০১৯ সালে চিনে তৈরী করা হয়, যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। বাংলাদেশের শস্যচিত্রের আয়তন হবে প্রায় ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গমিটার। শস্যাচিত্রটির দৈর্ঘ্য ৪০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার।

এ এস বি/এমআইআর/এডিবি