ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর সমাধিতে দুদক চেয়ারম্যানের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

শনিবার (১৩ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হককে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেদারুল ইসলাম, অফিসার ইনচার্জ এএফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এডিবি/