ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতলো জেসিআই ঢাকা ইয়াং


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুলশান ইয়থ ক্লাবে বঙ্গবন্ধু ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে তাদের দশটি চ্যাপ্টারের মাঝে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে জেসিআই ঢাকা ইয়াং চ্যাম্পিয়ন এবং প্লে চ্যাম্পিয়ন ঢাকা সাউথ রানার্সআপ হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর রহমান ছোট মনির।

তাছাড়া, জেসিআই বাংলাদেশের এনজি, লোকাল চ্যাপ্টারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাগুফতা ইয়াসমিন বলেন, ‘স্বাধীনতা মানেই শেখ মুজিব,বঙ্গুবন্ধু মানেই বাঙালির পরিচয়, বঙ্গুবন্ধুই বাঙালির ঠিকানা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিশু-কিশোরদের মাঝে খেলাধুলায় উৎসাহ ও সুযোগ দানে পাশে রয়েছেন পরম মমতা আর ভালবাসায়।’

টুর্নামেন্ট শেষে বিশেষ অতিথি বিজয়ী দল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজয়ী দল জেসিআই ঢাকা ইয়াং এর সদস্য নাবিল চৌধুরী ম্যান অফ দ্যা ম্যাচ ও নাজমুল হক ম্যান অফ দা টুর্নামেন্ট ঘোষিত হন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ১৮ লোকাল চ্যাপ্টার কাজ করছে।

সিবি/এডিবি