ন্যাভিগেশন মেনু

বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য তাবু দিয়েছে ইউএনএইচসিআর


বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য ৫ হাজার পরিবারকে তাবু অনুদান দিয়েছে জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কক্সবাজার উত্তরন এলাকায় ইউএনএইচসিআর কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে এই তাবু হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো কামাল হোসেন। জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব অফিস প্রধান মেরিন ডেন কাইদুমসাই আড়াই মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই তাবু কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করেন।

এই তাবুগুলো কক্সবাজারসহ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদান হিসেবে ইউএনএইচসিআর দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের লক্ষ্যে ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে  পাওয়া ৪ হাজার ৭৫০টি তাঁবু (ফ্যামিলি টেন্ট)  এ মূহুর্তে উত্তরবঙ্গের তিনটি জেলার মানুষ বন্যা আক্রান্ত, তাদের জন্যও এটি কাজে লাগবে।

কক্সবাজার জেলা প্রশাসন স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে সবসময় নিবেদিত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সিবি/এডিবি