ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত ইউনুস বিজয়ী


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম চৌধুরী ইউনুস (সিএসজি অটোরিকশা) প্রতীকে ৩৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত দেলোয়ার আজীম (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৩৫৩২ ভোট। ৭২ ভোটের ব্যবধানে রেজাউল করিম চৌধুরী ইউনুস চেয়ারম্যান নির্বাচিত হন।

শনিবার সকাল থেকে কোন ধরণের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই বাহারছড়া ইউপির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে বিজয়ী রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি(সিএনজি) ৩৬০৪ ভোট, নিকটতম প্রতিদ্ধন্দি দেলোয়ার আজীম (টেলিফোন) ৩৫৩২ ভোট, জসিম উদ্দিন চৌধুরী খোকন (আনারস) ৩১৩৮ ভোট, সাদুর রশিদ চৌধুরী (চশমা) ২৪৫৯ ভোট, বখতেয়ার উদ্দীন চৌধুরী করিম ভান্ডারী (টেবিল ফ্যান) ১৮৬৯ ভোট, মায়মুনুর রশিদ চৌধুরী মোটরসাইকেল)১১৯৭ ভোট এবং নাছির উদ্দীন (ঢোল)-৬০৬ ভোট পান।

বিজয়ী রেজাউল করিম চৌধুরী ইউনুস ও তার বাবা খায়ের আহমদ মুন্সি মিলে সর্বমোট ১১ বার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এবারই প্রথম বিজয়ের দেখা পেলেন মুন্সি রেজাউল করিম চৌধুরী ইউনুস।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, সারাদিন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাল ভোট দিতে চেষ্টা করায় তৌহিদুল ইসলাম নামে যুবককে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে এক মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।