ন্যাভিগেশন মেনু

বাঁশখালীর বাহারছড়া ইউপির উপ-নির্বাচন ৯ মার্চ


বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সেখানে বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ। এই ইউপির চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ মার্চ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী, আপিল ১৬-১৮ ফেব্রুয়ারী, আপিল নিষ্পত্তি: ১৯-২০ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী এবং ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন- এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী প্রকাশ করিম ভান্ডারী, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রকাশ মুন্সি ইউনুস, মোহাম্মদ জসীম উদ্দিন প্রকাশ খোকন, আনছারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, দেলোয়ার আজিম ও মোহাম্মদ নাছির উদ্দিন খান।

ইউপির উপ-নির্বাচন ঘিরে বাঁশখালীর বাহারছড়ায় প্রার্থী সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এদিকে নির্বাচনী মাঠের তৎপরতা ও বিগত একাধিক ইউপি নির্বাচনে ২য় স্থানে থাকা রেজাউল করিম প্রকাশ করিম ভান্ডারিকে ঘিরেই চলছে নির্বাচনী আমেজ। প্রচার প্রচারণা ও লোকজনের আলোচনা সমালোচনায় বেশ এগিয়ে আছেন করিম ভান্ডারি। এব্যাপারে তিনি জানান, আমি দীর্ঘ দিন ধরে জনগনের সাথে মিলে মিশে কাজ করছি। অধ্যাপক তাজুল ইসলামের মৃত্যুর পর এলাকার ভোটাররা আমাকেই তাদের যোগ্য অভিভাবক হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।