ন্যাভিগেশন মেনু

বাংলাবান্ধা স্থলবন্দর ২ দিন বন্ধের পর চালু


মুসলিম ধর্মাবলম্বীদের শবে বরাত ও হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর।

বুধবার (৩১ মার্চ) থেকে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

এর আগে এ উপলক্ষে সব কার্যক্রম দুইদিন বন্ধ রাখার ঘোষণা দেয় পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। এতে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিএা।

পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বন্দর চালুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা -ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এস এ /এডিবি/