ন্যাভিগেশন মেনু

বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেলেন কবি মুহাম্মদ সামাদ


এ বছর মুজিববর্ষে কবিতায় বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ সামাদ।  

মঙ্গলবার  (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর সেই অবরুদ্ধ ভয়ের সময়ে সারাদেশের দেয়ালে-পোস্টারে-মঞ্চের ব্যানারে খঁচিত হয়ে বাঙালি জাতিকে সাহস যুগিয়েছে ও উদ্দীপিত করেছে ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’এই উজ্জ্বল কাব্যপঙতিটি।

ড. মুহাম্মদ সামাদ ১৯৫৬ সালে তৎকালীন ময়মনসিংহের জামালপুর মহকুমায় জন্মগ্রহণ করেন। ড. মুহাম্মদ সামাদ মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে ২০০৫ এবং ২০০৯ সালে পরপর দুইবার পাঠদান করে সুনাম অর্জন করেছেন। ২০০৯ সালে সমাজকর্ম শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ওয়াশিংটনস্থ সিএসডবি¬উই পরিচালিত ‘ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এডুকেশন’-এর ফেলো হিসেবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের উচ্চশিক্ষার তুলনামূলক অবস্থার ওপর গবেষণা করেন। টোকিওর ‘জাপান কলেজ অব সোশ্যাল ওয়ার্ক’ গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন।

তিনি ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’-এর উপাচার্যের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

এস এ /এডিবি