ন্যাভিগেশন মেনু

বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারী আটক


বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোঃ মিজানুর রহমান।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলাদার ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫) এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জানতে পারে মনিরের বাসায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা মনিরের বাসায় অভিযান চালিয়ে মোঃ ইলিয়াস হাওলাদার ও মোঃ মনিরুল ইসলামকে আটক করে। এ সময় অজ্ঞাত আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মনিরের বাসার পাটাতন তল্লাশি করে দুইটি ব্যাগ থেকে ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান,আসামি মোঃ ইলিয়াস হাওলাদার পেশাদার হরিণ ও চামড়ার ব্যবসায়ী। এর আগে সুন্দরবন থেকে হরিণ শিকার করায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

মামলা দায়ের করে চামড়া ও আটক পাচারকারিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ এ আই/ এস এ /এডিবি