ন্যাভিগেশন মেনু

বাগেরহাটে সাতদফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন


বাগেরহাটে স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ সাতদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে প্রতিবন্ধী শিক্ষক সমিতির উদ্যোগে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব শেখ সোহেল রানা, ইবনে সিনা, ওবায়দুর রহমান, মো: হেমায়েত উদ্দীন, আসাদুজ্জামান পলাশ, রাবেয়া আক্তার, মো. হাসিবার রহমান, নাজমা সুলতানা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধীবান্ধব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন।  সরকার যেনো এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ান।

সিবি/এডিবি