ন্যাভিগেশন মেনু

বালিতে রাশিয়া-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক


ইন্দোনেশিয়ার বালিতে হয়ে গেল চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক। 

এ সময় সিপিসি’র ২০তম জাতীয় সম্মেলন সফলভাবে শেষ করায় শুভেচ্ছা জানান ল্যাভরভ। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বিপুল ভোটে আবারো দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়াই তার প্রতি চীনাদের সমর্থন ও তার রাজনৈতিক দৃঢ় অবস্থানের প্রমাণ। 

চীনের সঙ্গে রাশিয়া আরো সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে চায় মন্তব্য করে ল্যাভরভ বলেন, সংলাপ ও সমঝোতার ব্যাপারে রাশিয়া সব সময় প্রস্তুত। 

দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আরো উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার কথা উল্লেখ করেন চীনের ক্ষমতাসীন দল সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। তিনি বলেন, বিশ্বে বহুমাত্রিকতা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়ানো এবং জাতিসংঘ কেন্দ্রীক আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যকর করতে চীনের ভালো বন্ধু রাশিয়া। এ সময় সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হয় উভয় পক্ষ। 

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, কোরীয় উপদ্বীপ ও ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারেও কথা বলেন এ দুই নেতা। সূত্র: সিএমজি