ন্যাভিগেশন মেনু

বিজয় দিবস উপলক্ষে লেখা আহ্বান


‘আমার কাছে স্বাধীনতা মানে কী?’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় লেখা আহ্বান করা হয়েছে। লেখা হতে হবে ৫০০ থেকে ৭০০ শব্দের মধ্যে।’

ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় ও ইউথ অপরচুনিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার ও ডিবিসি টিভি। কমিউনিটি পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো বন্ধুসভা।

ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করেছিল।

২০২০ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ব্যক্তি, স্থান কিংবা পরিস্থিতি ভিন্নতায় একেক জনের কাছে “স্বাধীনতা” শব্দটির মানে একেক রকম হতে পারে। ১৯৭১ সালে আমাদের নিকট “স্বাধীনতা” মানে ছিল স্বৈরাচারী শাসন থেকে মুক্তি অর্জন করে নির্ভীক ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

এখন আমরা পিছনের দিকে ফিরে তাকিয়ে যেভাবে চিন্তা করি, তাতে আপনাকে আমরা নিচের প্রশ্নটি করতে চাই: আপনার – তথা বাংলাদেশের একজন তরুণের নিকট – “স্বাধীনতা” মানে কী?

এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি পুরো জাতির সাথে “স্বাধীনতা” সম্পর্কে আপনার স্বপ্ন ও ভাবনা ভাগাভাগি করার একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন, সাথে  বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, ক্রেস্ট, বই ও আকর্ষণীয় পুরস্কার।

সিবি/এডিবি