ন্যাভিগেশন মেনু

বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত একদিনে মৃত্যু ও সংক্রমণের হার অনেকটা কমেছে। এই ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৬০ জনের এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৬৫ হাজার ৮০৩ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৮৬৬ জন।

ধারাবাহিক ভাবে সবচেয়ে বেশি মৃত্যুর দেশ ইন্দোনেশিয়ায় ১ হাজার ৩৬১ জনের প্রাণহানি হয়েছেন। একইসময়ে দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৫০। এরমধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৩৫ হাজার ৬১৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৪৭ জন।

রবিবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জনে। এর মধ্যে ছয় লাখ ৪৪ হাজার ৮৪০ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি চার লাখ ৬৩ হাজার ৫৬ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১৭ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জনে। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৩৪ হাজার ৩৯৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৬ লাখ ২৯ হাজার জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০১ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি পাঁচ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৪ হাজার ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৩১ হাজার ১৯৭ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৮৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৬ লাখ ২ হাজার ৩১১ জন, রাশিয়ায় ৬৭ লাখ ২৬ হাজার ৫২৩ জন, যুক্তরাজ্যে ৬৪ লাখ ৬০ হাজার ৯৩০ জন, ইতালিতে ৪৪ লাখ ৭৮ হাজার ৬৯১ জন, তুরস্কে ৬১ লাখ ৯৭ হাজার ৪১ জন, স্পেনে ৪৭ লাখ ৭০ হাজার ৪৫৩ জন, জার্মানিতে ৩৮ লাখ ৭০ হাজার ৭৬ জন এবং মেক্সিকোতে ৩১ লাখ ৯৭ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৩ হাজার ২৬৭ জন, রাশিয়ায় এক লাখ ৭৫ হাজার ২৮২ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩১ হাজার ৫৯১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৭২৮ জন, তুরস্কে ৫৪ হাজার ৩২৭ জন, স্পেনে ৮৩ হাজার ১৩৬ জন, জার্মানিতে ৯২ হাজার ৪৭৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৫২ হাজার ৮০ জন মারা গেছেন।

এস এ/এডিবি/