ন্যাভিগেশন মেনু

বিশ্বে গত একদিনে করোনায় বেড়েছে সংক্রমণও মৃত্যু


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত একদিনে বেড়েছে মৃত্যু  ও সংক্রমণের সংখ্যা। এই ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৩৫ জনের এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬ লাখ ৪৭ হাজার ৮৪ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ২০৩ জন।

ধারাবাহিক ভাবে সবচেয়ে বেশি মৃত্যুর দেশ ইন্দোনেশিয়ায় ১ হাজার ১৮০ জনের প্রাণহানি হয়েছেন। একইসময়ে দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৪১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২৮৭। এরমধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২০৯ জন।

বুধবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ৪০ হাজার ৯৩ জন। এ ছাড়াও সুস্থ হয়েছেন তিন কোটি দুই লাখ ৮৯ হাজার ৯৮৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৭৩ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৩২ হাজার ৫৫২ জন। এছাড়া সেরে উঠেছেন তিন কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৪০৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৪০ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি চার লাখ ১৭ হাজার ২০৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭০ হাজার ৭১৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৪৬ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ১৩৭ জন।

সংক্রমণের এ তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন। তালিকায় ২৬ নম্বরে রয়েছে বাংলাদেশ।

এসএ/এডিবি/