ন্যাভিগেশন মেনু

বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন শ্রুতি


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ব্যক্তিগত নানা কারণে প্রায়ই আলোচনায় উঠে আসে শ্রুতির নাম। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। ব্রিটিশ অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর তিনি আবারো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে হাজির হন শ্রুতি। ইনস্টাগ্রামে তার লাইভ চ্যাটের বিষয় ছিল 'আস্ক মি এনিথিং'। অর্থাৎ এই অভিনেত্রীকে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। এই সময় এক ভক্ত তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চায়। জবাবে শ্রুতি বলেন, ‘সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব। এটা ২০২১, বিশ্বে অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ।’

তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তারা কবে বিয়ে করছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন তারা। তেমনই শ্রুতি হাসানকে কাছে পেয়ে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন এক অনুরাগী। যদিও এমনটা প্রথম নয়। এর আগেও বহুবার শ্রুতি হাসানকে তার বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন অনুরাগীরা। তখনও বুদ্ধিদীপ্ত উত্তরে প্রশ্নকর্তাকে কাত করেছিলেন এই অভিনেত্রী।

শ্রুতি হাসানের বাবা ভারতের বিখ্যাত অভিনেতা কমল হাসান। তার মা সারিকা ঠাকুরও একজন গুণী অভিনেত্রী। তারকা পরিবারের সন্তান হলেও শ্রুতি নিজের গুণে সিনে দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছেন। তবে শ্রুতি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন গানের ভুবনে। আর তাই বড় পর্দায় বাজিমাত করলেও গানের নেশা দূর হয়নি তার। সুযোগ পেলেই সংগীত ভূবনেও বিচরণ তার। দক্ষিণের সুপারহিট ‘চাচী ৪২০’ সিনেমার গানেও কন্ঠ দিয়েছেন তিনি।

২০০০ সালে শ্রুতি হাসান ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর ২০০৯ সালে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাক’ দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

অভিনেত্রী হিসেবে শ্রুতি হাসান প্রতিষ্ঠা পান ‘ওহ মাই ফ্রেন্ড’, ‘আনাঙ্গানাগা ও ধীরুদু’ ও ‘৭আম আরিভু’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘গাব্বার সিং’, ‘ভেদালাম’, ‘শ্রীমানথুডু’, ‘এসআই থ্রি’, ‘রেস গুররাম’, ‘ডি-ডে’, ‘রামাইয়া ভাসতাভাইয়া’, ‘গাব্বার ইজ ব্যাক’ ও ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো ব্যবসাসফল সিনেমায়।

চলতি বছর শ্রুতি অভিনীত ‘ক্র্যাক’ ও ‘বাকীল সাব’ সিনেমা দু’টি মুক্তি পেয়েছে। প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীল।

ওআ/