ন্যাভিগেশন মেনু

বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফেরত এনে সাজা কার্যকরের দাবি সিইউজের


১৯৭১ সালে বাঙালির বিজয়ের মাত্র দুইদিন আগে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যায় জড়িত ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিইউজে কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান। বুদ্ধিজীবী হত্যায় জড়িতরা একটি মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হলেও দীর্ঘদিন তাদের সাজা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, প্রতিনিধি ইউনিট প্রধান সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, সিইউজের সদস্য প্রীতম দাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে ১৯৭১ সালে বাঙালির বিজয়ের লগ্নে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। বিশ্বের অন্য কোনো দেশ এমন বর্বরতার মুখোমুখি হয়নি যেখানে জাতির বিবেক হিসেবে পরিচিত বুদ্ধিজীবীদের লক্ষ্য করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

বক্তারা আরোও বলেন, এই হত্যাযজ্ঞ গোটা বাঙালি জাতির জন্য যন্ত্রণার ছাপ এঁকে দিয়েছে। স্বাধীনতার অর্ধশতক পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা সেই অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে আছেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সিইউজের দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, সাবেক ইউনিট প্রধান তুষার দেব, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, প্রতিনিধি ইউনিটের ডেপুটি চিফ ওমর ফারুক, টিভি ইউনিটের ডেপুটি চিফ দীপঙ্কর দাশ, সিইউজের সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, মিহির কে চক্রবর্তী প্রমুখ।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসপ্যাল হাই স্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।