ন্যাভিগেশন মেনু

বেনাপোলে ৩ হোটেলকে লক্ষাধিক টাকা জরিমানা


যশোরের বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশ, মুল্য তালিকা এবং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত তিনটি হোটেলকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম এর নেতৃত্বে বেনাপোল পৌর এলাকায় এই অভিযান চালানো হয়।

বেনাপোল বাজারের বিভিন্ন হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার রাখা, কর্মচারীদের মেডিকেল ফিটনেস, আপডেট লাইসেন্স না থাকায় আরব চাইনিজ রেষ্টুরেন্টে ১০ হাজার, সৌরভ হোটেলে ৫০ হাজার এবং চেকপোষ্টের শাপলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সাথে ছিলেন বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও পোর্ট থানা পুলিশের এএসআই নাজমুল হোসেন।

শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম বলেন, উপজেলার সকল হোটেল গুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওয়াই এ / এস এস