ন্যাভিগেশন মেনু

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি


রাজধানীসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক দেশ, এক রেট’।

এর ফলে সারাদেশের মানুষ একই রেটে ইন্টারনেট পরিসেবে পাবেন।

রবিবার (৬ জুন) আনুষ্ঠানিক ভাবে দামের বিষয়টি জানানো হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। সর্বনিম্ন প্যাকেজের মূল্য হতে পারে মাসে ৫০০ টাকা, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)।

বিটিআরসির হিসাবে, দেশে গত মার্চ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ৯৮ লাখ। এক বছর আগে এর সংখ্যা ১৮ লাখের কম। করোনাকালে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে বলেন, 'শহরে মানুষ একরকম দামে ইন্টারনেট পাবে, হাওরে-পাহাড়ে আরেক দামে পাবে, এটা হতে পারে না।'

তিনি বলেন, 'ইন্টারনেট হলো ডিজিটাল যুগের মহাসড়ক। গ্রামের মানুষকে সেই মহাসড়কে যুক্ত করতে ইউনিয়নগুলোকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে এবং ইন্টারনেটের ‘এক দেশ, এক রেট’ বাস্তবায়ন করা হচ্ছে।

এডিবি/