ন্যাভিগেশন মেনু

ব্রিটেনে গুলিতে হামলাকারীসহ ৬ জন নিহত


ব্রিটেনের প্লাইমাউথে বন্দুকধারীর গুলিতে একজন সন্দেহভাজন বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে ভয়াবহ গণহত্যা।

ডেভন এবং কর্নওয়াল পুলিশের বরাত দিয়ে বিসিসি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের কিহাম এলাকায় তিনজন মহিলা, দুইজন পুরুষ এবং সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছে।

প্লাইমাউথ সুটন এবং ডেভনপোর্টের এমপি লুক পোলার্ড বলেন, ঘটনাটি 'অবর্ণনীয় ভয়াবহ'। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশু রয়েছে।

তবে এই হত্যাকাণ্ড সন্ত্রাস-সম্পর্কিত নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ডেভন এবং কর্নওয়াল পুলিশ এক বিবৃতিতে জানায়, দুইজন মহিলা এবং তিনজন পুরুষ ঘটনাস্থলে মারা গেছে, এবং একজন মহিলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান।

প্রত্যক্ষদর্শী শ্যারন বিবিসিকে জানান, যা ঘটেছে তা ভয়াবহ এবং অত্যন্ত দুঃখজনক। প্রথমে চিৎকার, তারপর বন্দুকের তিন-চারটি গুলি করা হয়।

তিনি বলেন, 'বন্দুকধারী একটি বাড়ির দরজায় লাথি মেরে এলোমেলোভাবে গুলি শুরু করে। তিনি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ড্রাইভ থেকে লিনিয়ার পার্কে কয়েকজন লোককে গুলি করতে থাকে।'

প্রত্যক্ষদর্শী রবার্ট পিংকার্টন বলেন,  লোকটি সব কালো পোশাক পরেছিল।

ব্রিটেনে সর্বশেষ গণহত্যা ঘটেছিল ২০১০ সালে। ট্যাক্সি চালক ডেরিক বার্ড কামব্রিয়ায় ১২ জনকে গুলি করে হত্যা করেছিল।

এডিবি/