ন্যাভিগেশন মেনু

ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পেলেন বগুড়ার দুই শিক্ষার্থী


প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (স্বর্ণপদক)পেয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেধাবী দুই শিক্ষার্থী ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ভার্চুয়ালের মাধ্যমে তাদের স্বর্ণপদক তুলে দেন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, উপাচার্য হারুন অর রশিদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।

পদক পাওয়া দুই শিক্ষার্থী হলেন- আরবি বিভাগের আবু তাকী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উজ্জ্বল হোসেন। তারা দুইজনই ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে আবু তাকী সিজিপিএ ৩ দশমিক ৯১ এবং উজ্জ্বল হোসেন ৩ দশমিক ৭৮ পয়েন্ট পেয়ে স্নাতক (সম্মান) পাশ করেছেন।

দুই শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জনে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, এই অর্জন পুরো কলেজ এবং জেলাকে গৌরবানিত্ব করেছে। আশা করছি সামনের বছর আমাদের শিক্ষার্থীরা এই অর্জনের সংখ্যা বাড়াবে।

তিনি আরও জানান, কলেজে আসন সংখ্যা বৃদ্ধি এবং আরও বিভিন্ন বিষয় যুক্ত করতে পারলে শিক্ষার্থীরা তাদের মেধা তুলে ধরতে পারবে।

এ এস বি/ এস এ/ওআ