ন্যাভিগেশন মেনু

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিউজিল্যান্ডের


ড্র পথের থাকা ম্যাচ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। ভারতকে ৮ উইকেট হারিয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিতে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখলো কিউইরা।

ভারদের দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে বৃষ্টিবিঘ্নিতি ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতকের ভর সহজ জয় তুলে নেন তারা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ভেভিড কনভয় ও টন ল্যাথামের ৮১ বলে ৩৩ রানের মূল্যবান পার্টনারশিপে জয়ের পথ সহজ হয় নিউজিল্যান্ডের।

তবে মাঝে ভারতের অফস্পিনার বরিচন্দ্রন অশ্বিনের বলে টম ল্যাথাম ও ডেভিড কনভয় বিদায় নিলে দলের হাল ধরেন দলনায়ক কেন উইলিয়ামসন। তার দেশে শুনে ব্যাটিংয়ের সুবাদে ৪৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড। তাকে দারুণ সঙ্গ দেন টেইলর। টেইলর অর্ধশতকের দেখা না পেলেও অর্ধশতক তুলে নেয় উইলিয়ামসন।

বৃষ্টির কারণে টেস্টের প্রথম আর চতুর্থ দিন এক বলও মাঠে গড়ায়নি। সবমিলিয়ে ১৮০ ওভা) খেলা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এমআইআর/ওআ