ন্যাভিগেশন মেনু

ভারতকে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড


বেয়ারস্টো-স্টোকসের তাণ্ডবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড।

শুক্রবার (২৬ মার্চ) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। লোকেশ রাহুলের সেঞ্চুরি, রিশভ পন্তের ঝড়গতির ৭৭ ও বিরাট কোহলির ৬৬ রানের সুবাদে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।

৩৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে বেয়ারস্টো আর জেসন রয় ভালো সূচনা করেন। ১৭তম ওভারে অবশ্য দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন জেসন রয়। তিনি ৫২ বলে ৫৫ রান করেন। তৃতীয় উইকেটে বেন স্টোকস নেমে ৫২ বলে ১০ ছয় আর ৪ চারে ৯৯ রান করে ভুবেনশ্বরের বলে আউট হন।

বেয়ারস্টোর সেঞ্চুরি, স্টোকসের ৯৯ রানের টর্নেডো ইনিংস এবং জেস রয়ের ৫৫ রানের সুবাদে ৬.৩ ওভার আগেই ৬ উইকেটের জয় পায় ইংলিশরা। লিভিংস্টোন ২১ বলে ২৭ আর মালান ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো। আগামী রবিবার একই মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এমআইআর/এডিবি