ন্যাভিগেশন মেনু

ভারতের আত্মগৌরবের জন্ম হয়েছিল, নেতাজির জন্মদিনে: মোদি


স্বাধীন ভারতের স্বপ্নকে দিশা দিয়েছেন নেতাজি। নেতাজির আদর্শ যুবকদের প্রেরণা। আজও তাঁর নাম শুনলে আবেগপ্রবণ হয়ে পড়েন দেশের মানুষ। অখণ্ড ভারতের প্রথম সরকার নেতাজির নেতৃত্বেই গঠিত হয়েছিল।

তাই দেশের ১৩০ কোটি মানুষ আজও তাঁর কাছে কৃতজ্ঞ। নেতাজি সুভাষচন্দ্র বসুর  ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠান থেকে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেতাজির বীরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু আজও পরাক্রম এবং প্রেরণার প্রতীক। তাই তাঁর জন্মদিনকে কেন্দ্রীয় সরকারের তরফে পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ছোটবেলা থেকে তাঁর নাম শুনে বড় হয়েছি।

আজ তাঁর দূরদর্শিতা দেখে অবাক হয়ে যাই। এত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে গেলে অনেক জন্ম নিতে হয়। বুঝতে গেলেও অনেক সময় লাগে। তাই আজকের দিনটা ভারতের পক্ষে আত্মগৌরবের দিন।

এখন নেতাজির দেখানো পথেই গড়ে উঠছে নতুন ভারত। তাঁর আদর্শকে মাথায় রেখেই এগিয়ে চলেছে দেশ। নেতাজির স্মৃতিচারণা করতে গিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘নেতাজির জীবন, কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলি আমাদের সবার কাছে অনুপ্রেরণা।

তাঁর মতো দৃঢ় মানসিকতার মানুষ হলে কোনওকিছুই যে অসম্ভব নয় তা বারবার প্রমাণ হয়েছে। তিনি ভারত থেকে গরিবি, অশিক্ষা, রোগ দূর করতে চেয়েছিলেন। সমাজ ঐক্যবদ্ধ হলে এগুলি থেকে যে মুক্তি পাওয়া যায় তা দেখা গিয়েছে। আজ যদি নেতাজি দেখতেন বিশ্বের বিভিন্ন দেশ ভারত থেকে করোনার ভ্যাকসিন নিচ্ছে তাহলে তিনি খুব আনন্দিত হতেন।

একসময়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন আজ এলএসি থেকে এলওসি পর্যন্ত ভারতীয় সেনার পরাক্রম দেখে তা সত্যি হয়েছে বলে স্বীকার করছে গোটা বিশ্ব। কোনও দেশ ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা হলে তার যোগ্য জবাব দেওয়া হচ্ছে।’

এস এস