ন্যাভিগেশন মেনু

ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিক্ষোভরত কৃষকরা ট্রাকটর মিছিল করবে


ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিক্ষোভরত কৃষকরা ট্রাকটর মিছিল করবে। এই ট্রাকটর মিছিলের অনুমোদনও দিয়েছে দিল্লি পুলিশ। 

কিন্তু কোন পথে মিছিল যাবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার (২৩ জানুয়ারি) দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব দাবি করেন, প্রজাতন্ত্র দিবসে ‘কৃষক গণতন্ত্র যাত্রা’-য় যোগ দেবেন বিক্ষোভরত চাষিরা। রুট নিয়েও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি দাবি করেন, গাজিপুর, সিংঘু, তিকরি, শাহজানপুরসহ দিল্লির বিভিন্ন সীমান্তের ব্যারিকেড সরিয়ে দেওয়া হবে এবং কৃষকরা দিল্লিতে প্রবেশ করবেন। সেই অনুমতি দিয়েছে পুলিশ। ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন।

এ সময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনওরকম প্রভাব পড়বে না বলেও আশ্বাস দেন তিনি। তবে কোন রুট ধরে মিছিল এগোবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংযুক্ত কিষান মোর্চা। রবিবার তা জনসমক্ষে জানানো হবে। 

পুলিশ-কৃষক বৈঠকের বিষয়ে এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আপাতত নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কৃষকদের অঙ্গীকারপত্রে জানাতে হবে যে প্রজাতন্ত্র দিবসে তারা নয়াদিল্লি এবং মধ্যদিল্লির এলাকায় প্রবেশ করবেন না। কৃষকরা যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তার আশপাশেই থাকবে প্রস্তাবিত রুট। কিন্তু তা রাজধানী অঞ্চলের (এনসিআর) মধ্যেই হবে। একইসঙ্গে কৃষকদের লিখিতভাবে জানাতে হবে যে কোনওরকমভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটানো হবে না।’

সে বিষয়ে রবিবার আবারও আলোচনায় বসছে দিল্লি পুলিশ এবং কৃষক সংগঠনগুলি। তবে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথের কাছাকাছি মিছিল যেতে দেওয়া হবে না।

পুলিশের কথা, ‘আগামী ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্রাক্টর মিছিল নিয়ে বিক্ষোভরত কৃষকরা যখন আমাদের লিখিতভাবে রুট জানাবেন, তখন আমরা সেটা খুঁটিয়ে দেখবো এবং সিদ্ধান্ত নেবো।’

এডিবি/