ন্যাভিগেশন মেনু

ভারতের ৯ ভেন্যুতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ


ছোট ফরম্যাটের বিশ্বকাপের জন্য তিনটি বাড়িয়ে মোট নয়টি ভেন্যুর নাম জানিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

শুক্রবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে কয়েকদিন আগে উদ্বোধন হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বাকি ভেন্যুগুলো হচ্ছে - মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লখনৌ।

এ বিষয়ে বিসিসিআই’র কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম এনআইকে বলেছেন, ‘সভায় কোভিড পরিস্থিতি মাথায় রেখে নয়টি ভেন্যুকে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। অক্টোবর-নভেম্বর করোনা পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে বলা যাচ্ছে না। তবে প্রস্তুতি চলমান থাকবে।’

১৬ দল নিয়ে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য ভেন্যুগুলোকে প্রস্তুত করতেও বলা হয়েছে।

এমআইআর/এডিবি/