ন্যাভিগেশন মেনু

ভারতে সেরাম ইন্সটিটিউটের ভবনে আগুন


ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সেরাম ইন্সটিটিউটের ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির পুনে শহরের মাঞ্জরি এলাকায় অবস্থিত ইন্সটিটিউটের টার্মিনাল ১ গেটের কাছে একটি ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। সেখানে ব্যাপক আকারে আগুন লেগেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আগুন নেভাতে দমকলবাহিনীর অন্তত ১০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

সেরাম করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড উৎপাদন করছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই টিকা তৈরি করেছে। ভারতে এই টিকার উৎপাদন করছে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক প্রতিষ্ঠান সেরাম।

ওআ/