ন্যাভিগেশন মেনু

ভারত সীমান্ত খুললে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা ফ্রি


করোনাভাইরাস মহামারির কারণে বর্তমানে থমকে রয়েছে আন্তর্জাতিক পর্যটন। বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনার পরবর্তী পরিস্থিতিতে ভারতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সোমবার (২৮ জুন) এক সাক্ষাৎকারে ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন নির্মলা সীতারামন। পিটিআইকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত শুরু হওয়ার পর প্রথম যে ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবন, তাদরে ভিসা ফি দিতে হবে না। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।’ 

জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।

প্রতিবছর কয়েক কোটি পর্যটক ভারতে ভ্রমণের উদ্দেশে আসেন। তবে মহামারি শুরুর পর থেকে দেশটিতে থমকে আছে আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত।

উল্লেখ্য, ভারত ভ্রমণে গত কয়েক বছর ধরেই শীর্ষে বাংলাদেশিরা। ২০১৮ সালের শুরু থেকে পরবর্তী ১৫ মাসে ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। ভারত ভ্রমণের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

ওআ/