ন্যাভিগেশন মেনু

ভুয়া খবরে ক্ষুব্ধ বাপ্পি লাহিড়ী, বললেন ‘আমি ভালোই আছি’


চলতি বছরে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

তারপর থেকেই গোটা বলিউডে রটে যায়, বাপ্পি লাহিড়ী তার কণ্ঠ হারিয়েছেন। গত ৫ মাস ধরে নাকি একেবারেই কথা বলছেন না তিনি!

এবার সেই অসুস্থতার খবর ভুয়া বলে জানালেন বাপ্পি লাহিড়ী নিজেই। তার নামে এমন মিথ্যে খবর ছড়ানোয় দুঃখ প্রকাশ করেন বাপ্পি লাহিড়ী।

এক লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা খবর দেখে খুবই খারাপ লাগছে। প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে আমি ভালোই আছি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। বাবা কথা বলছেন না কারণ এই কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করা যায় দুর্গা পূজার আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এমনকী, পূজার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিও রয়েছে বাবার।’

ওআ/