ন্যাভিগেশন মেনু

ভোলায় ইলিশ ধরার অপরাধে ২২ জেলের কারাদণ্ড


ভোলায় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ইলিশের অভয়াশ্রমগুলোতে মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অভিযান চালিয়ে ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মার্চ) রাতে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। একই সময়ে চরফ্যাশনের বিভিন্ন স্থান থেকে মাছ ধরা অবস্থায় ১৭ জেলেকে আটক করে এ কারাদণ্ড দেওয়া হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ৫ জেলেকে আটক করার সময় জব্দ করা হয়েছে প্রায় ২০ হাজার মিটার জাল ও ইলিশ। জালগুলো নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর আটক ৫ জনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খানের ভ্রাম্যমাণ আদালত ১ বছর করে কারাদণ্ড দেন।

কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, চরফ্যাশন থেকে ১৭ জন জেলেকে আটক করার পর মাছধরার কাজে ব্যবহৃত একটি ট্রলার, ১০ হাজার মিটার জাল ও ১ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম আটক ১৭ জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে জব্দ করা ট্রলারটি ৪৬ হাজার ৫শ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলমান এ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসনসহ মৎস্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে জেলেরা নদীতে নামতে না পারে সেজন্য জেলা সদরসহ উপজেলায় ৭টি টিম অভিযান পরিচালনা করছে।

ওয়াই এ/এডিবি