ন্যাভিগেশন মেনু

মঙ্গলে চিনা নভোযান ঝুরং-এর সফল অবতরণ


বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল জয় করলো চিন। চিনের তৈরি নভোযান ঝুরং মঙ্গলের মাটি স্পর্শ করেছে। 

শনিবার (১৫ মে) দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বলা হচ্ছে, স্থানীয় সময় সকালে নভোযান থেকে ‘ঝুরং’ নামের একটি রোভার রোবট লাল গ্রহের মাটিতে নেমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ঝুরং নামের রোভার রোবটটির ছয়টি চাকা আছে। এটি এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফর্ম রয়েছে।

গত ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছায় ঝুুরং। প্রায় তিন মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে এটি। অবশেষে ১৫ মে কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করে।

আগামী তিন মাস এটি মঙ্গলে বিচরণ শেষে পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

চিনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চিনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

গ্রহটিতে চিনের এটিই প্রথম অভিযান। ১৯৭৩ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের নাসা ছাড়া আর কোনো মহাকাশ সংস্থা মঙ্গলে অবতরণে সফল হয়নি।

এডিবি/