ন্যাভিগেশন মেনু

মানবজাতির সফলতায় অবদান রাখতে চায় চীন


চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কম্বোডিয়ার সিম রিপে চীন-কম্বোডিয়া সাংস্কৃতিক উত্তরাধিকার বিনিময় ও সহযোগিতার ৩০ বছরের সাফল্য-সম্পর্কিত এক প্রদর্শনী পরিদর্শন করেন। 

পাশাপাশি, তিনি চীনের অনুদানে নির্মিত প্রাচীন টা কেও মন্দিরের মেরামত প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও কম্বোডিয়ার জনগণের একে অপরের সংস্কৃতির উপলব্ধি ও সচেতনতা হলো দু’পক্ষের মৈত্রীর দৃঢ় ভিত্তি। দীর্ঘকাল ধরে প্রাচ্য ও পশ্চিমা অনেক দেশ আঙ্কোরের সংরক্ষণ ও মেরামত কাজে অংশ নিয়েছে। টা কেও মন্দির প্রকল্প ইউনেস্কোর আঙ্কোর রক্ষার আন্তর্জাতিক কাঠামোয় চীন সরকারের নির্মিত দ্বিতীয় মেরামত প্রকল্প।

তিনি আরও বলেন, চীন উন্মুক্তকরণের মৌলিক রাষ্ট্র নীতিতে অবিচল রয়েছে এবং মানবজাতির উৎকৃষ্ট সাফল্যের অভিজ্ঞতা প্রদান করে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা চালিয়ে আঞ্চলিক ও বিশ্বের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন সমৃদ্ধি রক্ষার জন্য অবদান রাখতে ইচ্ছুক বেইজিং। - সূত্র: সিএমজি