ন্যাভিগেশন মেনু

মানবাধিকার সম্মাননা পেলেন সাংবাদিক ঝন্টু


মানবাধিকার সম্মাননা পেলেন প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও নাট্যকার কাশী কুমার দাস ঝন্টু।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীলের হাত থেকে মানবাধিকার সম্মাননা গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ মোস্তাফিজ, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন সরকার, লেখক ও কলামিষ্ট নবনিতা রুমু সিদ্দিকা।

প্রধান অতিথির বক্তব্যে  দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, মানবাধিকার রক্ষায় সমাজে যারা অবদান রেখে যাচ্ছেন, তাদের প্রকৃত মূল্যায়ণ হওয়া উচিত।

ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটি যাদেরকে এই সম্মাননা স্মারক (মানবাধিকার পদক) প্রদান করাতে তারা সমাজে আরও বেশি বেশি করে মানবাধিকার সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করবে।

এমএএস/ ওয়াই এ/এডিবি