ন্যাভিগেশন মেনু

মুন্সীগঞ্জে রিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন


মুন্সীগঞ্জে কনিকা আক্তার রিয়া হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি পেশ করেছে রিয়ার বাবা ও এলাকাবাসী।

সোমবার (৪ জানুয়ারি) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কনিকা আক্তার রিয়ার বাবা মাসুদ মিঝি ও এলাকাবাসী মানববন্ধন করেন।

এ সময় এলাকাবাসি আসামীদেরকে আইনের আওতায় এনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন।

তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০১৮ সালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামের মোঃ মাসুদ মিজির মেয়ে কনিকা আক্তার রিয়ার একই ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের সামছুল ইসলাম সৈয়ালের ছেলে নাজমুল ইসলাম সৈয়ালের সাথে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর কয়েকমাস তাদের মধ্যে দাম্পত্য জীবন ভালই কেটেছিল। পরে শুরু হয় শারিরিক ও পাশবিক নির্যাতন। পরে যৌতুকের জন্য চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। কিছুদিন পর পর টাকার জন্য স্বামী নাজমুলও চাপ দেয়। এতে মেয়ের সুখের কথা চিন্তা করে রিয়ার বাবা কয়েক দফায় বেশ কিছু টাকাও দেন। ঘটনার কয়েকদিন আগে স্বামী আবার টাকার জন্য চাপ দিলে কনিকার বাবা বাড়িতে নিয়ে আসে।

৩০ ডিসেম্বর রিয়ার স্বামী নাজমুল ইসলাম রিয়াকে বুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। ৩১ ডিসেম্বর অনুমান সকাল ৮টার সময় এলাকাবাসী খবর দেয়, যে রিয়া মারা গেছে। এই সংবাদ শোনার পর রিয়ার বাবা ও বাড়ির লোকজন গিয়ে দেখে রিয়ার বাথরুমের দরজা খোলা ও ভিতরে ঝর্নার স্টীলের পাইপের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো রিয়ার মৃতদেহ ঝুলছে।

এ বিষয়ে ৫ জনকে আসামী করে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন রিয়ার বাবা মাসুদ মিঝি। আসামীরা হলো -  নাজমুল ইসলাম (২৮), সামছুল ইসলাম সৈয়াল (৫৫), সাব্বির হোসেন সৈয়াল (২২), শান্তা বেগম (২৫) ও মোছা: নাজু বেগম নাজমা (৪৮)।

এম আর/ এস এ/এডিবি