ন্যাভিগেশন মেনু

মেঘনায় ৪০০ মণ আলুসহ ট্রলার ডুবি, নিখোঁজ ১


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজীপুরায় মেঘনা নদীতে আলুভর্তি ট্রলার ডুবে এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারীর নাম বেলায়েতুন নেসা (৫২)।

মঙ্গলবার (২৯ জুন) সাকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে ৪০০ মণ আলু বোঝাই করে ট্রলারটি চাঁদপুর যাচ্ছিল। সাকাল সোয়া ৭টার দিকে মেঘনার প্রচণ্ড ডেউয়ে ট্ররারটি ডুবে যায়। এতে তিনজন পুরুষ মাঝি তীরে উঠতে পারলেও ট্রলারে থাকা বেলায়েতুন নেসা আর উঠতে পারেনি।

তিনি জানান, 'পরে ডুবুরিরা তল্লাশি করে মেঘনার তলদেশ ট্রলার সনাক্ত করতে সক্ষম হলেও ট্রলারের ভেতরে তাকে পাওয়া যায়নি। আশপাশেও খোঁজাখুঁজি চলছে।'

নিখোঁজ বেলায়েতুন নেসা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লার চরের আব্দুল জলিলের স্ত্রী। 

পুলিশ জানায়, এই নারী ট্রলারটিতে করে চাঁদপুর যাচ্ছিলেন। ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।

এনইউ/এডিবি/