ন্যাভিগেশন মেনু

মেধার প্রতিফলন ঘটিয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করতে হবে: চবি উপাচার্য


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চবি বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন। চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশিষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মোঃ মাহবুবুল মতিন, প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান, প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও চবি রসায়ন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এস.এম. আবে কাউছার।

চবি উপাচার্য বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এবং সমৃদ্ধ একটি বিভাগ। নবীন শিক্ষার্থীরা একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এ বিভাগে ভর্তি হওয়ার যে সুযোগ লাভ করেছে তা কাজে লাগিয়ে এবং এ বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে তাদের মেধার প্রতিফলন ঘটিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে পরিবার, সমাজ তথা দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর। তারা তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে প্রবেশের মাধ্যমে নিজেদের সফলতা অর্জনের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য অক্ষুন্ন রাখবে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ভূমিকা রাখবে এটাই সকলের প্রত্যাশিত।”

চবি রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ জাফর আলম ও ফাহমিদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পাপড়ি নন্দী ও সোনিয়া আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সানজিদা করিম ও মোহাম্মদ সাফায়েত উল্লাহ।
 
অনুষ্ঠানে উক্ত বিভাগের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।