ন্যাভিগেশন মেনু

মেহেরপুরে পরিছন্নতাকর্মী নারীর গলিত মরদেহ উদ্ধার


মেহেরপুরে তালাবদ্ধ ঘর থেকে পরিছন্নতাকর্মী নারীর গলিত মরদেহ ও একই ঘর থেকে জখম অবস্থায় তার আহত স্বামীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) সকাল ৮ টার দিকে বামন্দী বাজারের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন এবং একইসঙ্গে আহত স্বামীকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মৃত স্ত্রীর নাম সুন্দরী খাতুন (৪৮)। আর স্বামীর নাম রুস্তম আলী (৫৫)। তারা দুইজনই বামুন্দী বাজারের পরিছন্নতাকর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পাওয়া যাচ্ছিলো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে সুন্দরী খাতুনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। আর রুস্তুম আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান আরও জানান, রুস্তমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিকল্পিতভাবেই কোনো চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে  কতদিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। এছাড়া রুস্তুম আলী সুস্থ হলে হত্যকাণ্ডের কারণ ও হত্যাকারী সম্পর্কে জানা যেতে পারে।

প্রতিবেশী সুত্রে আরও জানা যায়, এই দম্পতি বামন্দী বাজারে টাবুর বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে চার বছর ধরে বসবাস করছিলেন। গত মঙ্গলবার দুপুরে তাদের বাজারে কাজ করতে দেখা গেছে। এরপর আর দেখা যায়নি।

ওয়াই এ/ এডিবি