ন্যাভিগেশন মেনু

মোংলায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


বাগেরহাটের মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার কলেজ রোডসংলগ্ন এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলো - খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার (২৮) একই গ্রামের শহিদুল শেখের ছেলে মো. শামিম শেখ (২৫)।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিগরাজ এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ৪৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী খুলনা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য নিয়মিত নিয়ে আসতেন এবং মোংলা শহরতলী ও তার আশপাশ এলাকার মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করতেন।

এমএস/ওয়াই এ/ওআ