ন্যাভিগেশন মেনু

মোংলায় দোকানপাট খোলার দাবি ব্যবসায়ীদের


মোংলায় সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও মঙ্গলবার সকাল থেকে পৌরশহরের সকল ধরনের দোকানপাট আংশিক খোলা রেখেছেন ব্যবসায়ীরা। এদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা কিংবা রাত ৮টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট পুরোপুরি খোলা রাখার দাবিতে শহরে মৌন প্রতিবাদ জানিয়েছেন তারা।

এরপর মোংলা বন্দর বণিক সমিতির নেতাসহ শতাধিক ব্যবসায়ী তাদের এ দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কাছে উত্থাপন করেন। 

মোংলা বন্দর বণিক সমিতি সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন বলেন, অন্যান্য দোকানপাট মুদি, কাঁচা বাজারের মতো আমাদের সকল দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার দাবি জানাচ্ছি।তবে তাদের এ দাবির বিষয়টি প্রত্যাখান করে সরকার ঘোষিত বিধিনিষেধ মানার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।এ সময় মৌন মিছিলে উপস্থিত ছিলেন - মোংলা পৌর যুবলীগের সহ-সভাপতি ও জালসুতা ব্যবসায়ী মোঃ মাহাতাব হোসেন, আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর ও বস্ত্র ব্যবসায়ী মোঃ বাহাদুর মিয়াসহ ব্যবসায়ীরা। 

এদিকে সরকারি কঠোর বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের কর্তাদের মাঠ পর্যায়ে তেমন কোনো তদারকি চোখে পড়েনি।

এডিবি/