ন্যাভিগেশন মেনু

মোংলায় সুন্দরবন দিবসে বন রক্ষায় শপথ


মোংলায় সুন্দরবন সুরক্ষায় শপথ নিয়েছেন বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী বনজীবী-মৎস্যজীবী-জেলে-বাওয়ালী ও মৌয়ালীরা।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বনজীবীদের শপথ পাঠ করান এবং সুন্দরবন দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপার এ কর্মসুচির আয়োজন করেন।

উদ্বােধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সুন্দরবন বাংলাদেশের অহংকার। বিশ্বে যে কয়টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার মধ্যে সুন্দরবন অন্যতম। তাই নিজেদের ব্যাক্তিগত স্বার্থের কারনে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট না করতে সকলকে আহ্বান জানান।

এ ছাড়াও বিষ দিয়ে মাছ নিধন ও সুন্দরবনের গাছ না কাটার জন্য সকলকে আহ্বান জানান। আর যারা এ সমস্ত কাজ করেন তাদেরকে আইনের হাতে তুলে দেয়ার জন্য সকলে অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বাদাবন সংঘথর নির্বাহি পরিচালক লিপি রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও শারমিন।

সুন্দরবন দিবস উপলক্ষে অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, ডকুমেন্টারি এবং পোস্টার প্রদর্শনী এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি বিভিন্ন নিদর্শন উপস্থাপন।

সিবি/এডিবি