ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে চালু হলো পুলিশের গোপন চোখ


স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বডিওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার শহরে চৌমোহনা পয়েন্টে গোপন চোখ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশকে বডিওর্ন ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডিওর্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেয়া হয়েছে। পরবর্তিতে জেলার অন্য উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে।

এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান তিনি।

এরপর থেকে শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে বডিওর্ন-ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করছেন ট্রফিক পুলিশরা।

এস এইচ/এস এ/ওআ