ন্যাভিগেশন মেনু

ময়মনসিংহে লকডাউন, সকাল থেকেই মাঠে জেলা প্রশাসন


করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশের ন্যায় লকাডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) প্রথমদিন সকাল ৬টা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সঙ্গে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা।

লকডাউনের বাস্তবায়ন করতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মাঠে নেমেছেন। তিনি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন বাস্তবায়নে জেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ছাড়াও র‍্যাব, পুলিশ, আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন।

এছাড়াও বিধিনিষেধ মানাতে মাইকিং করে মানুষকে সচেতনও করা হচ্ছে।

এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ট্রাফিক পরিদর্শক (টিআই, এডমিন) মাহবুব রহমান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি) মোঃ শাহ কামাল আকন্দ, ময়মনসিংহের জেলা পুলিশের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডিকেডি/সিবি/এডিবি/