ন্যাভিগেশন মেনু

যমুনা নদীতে পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ৩০০ হেক্টর জমির ফসল


কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীন পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান  জানান, যমুনা নদীতে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বেড়ে যাওয়া অব্যাহত রয়েছে। বাঙ্গালী নদীতে নদীর পানি কমতে শুরু করে আবারও বেড়েছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার ৩০০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার চালুয়াবাড়ী, কাজলা,বোহাইল ,কর্ণিবাড়ী, হাটশেরপুর, চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার রোপা আমন, শাকসবজি, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধান পানিতে তলিয়ে গেছে।

এছাড়া বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার নারচী, কুতুবপুর, ফুলবাড়ী, ভেলাবাড়ী, সারিয়াকান্দি সদর ও হাটশেরপুর ইউনিয়নের বাঙ্গালী নদীর তীরবর্তী এলাকায় মরিচ, শাকসবজি, রোপা আমন, মাসকলাই  বন্যার পানিতে তলিয়ে গেছে।

এস এ/এডিবি