ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন হেনরি


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে হারিকেন হেনরি। এজন্য নিউইয়র্ক জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক বছরের মধ্যে হারিকেন থেকে প্রথম সরাসরি আঘাত হানতে চলেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে হারিকেন হেনরি। হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল। এছাড়া ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির প্রশাসক ডেয়ান ক্রিসওয়েল বলেন, হারিকেন হেনরিকে আমাদের খুবই গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। এমনকি অন্যান্য হারিকেনের মতো এটা কোনো ধরনের ভূমিধস সৃষ্টি না করলেও,তীব্র গতিসম্পন্ন বাতাস ও ঝড়ের কারণে এটা অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।

নিউইয়র্ক গভর্ণর এন্ড্রু কওমো বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত এবং কিছু এলাকা প্লাবিত হতে পারে। কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অংশগুলোতে হারিকেনের আঘাতের ঘটনা বিরল। এর আগে ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সর্বশেষ ‘বব’ নামে হারিকেনের আঘাতে ১৭ জন নিহত হন।

সিবি/এডিবি/